ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু শি*ক্ষ*কের গলায় জুতার মালা পরানোর দা*বি*টি সঠিক নয়

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৯, ২০২৫ ২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক ::

সম্প্রতি, একজন বয়স্ক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে তিরস্কার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশে ৪০ বছর শিক্ষকতা করা এক হিন্দু শিক্ষককে ইসলামপন্থীরা লাঞ্ছিত করেছে।

তবে, রিউমর স্ক্যানার জানায়, ভিডিওর ওই ব্যক্তি বাংলাদেশে ৪০ বছর শিক্ষকতা করা কোনো হিন্দু শিক্ষক নন। প্রকৃতপক্ষে, তিনি আহম্মদ আলী নামের একজন অবসরপ্রাপ্ত কমিউনিটি মেডিক্যাল অফিসার।

এই বিষয়ে অনুসন্ধানে গত ১৫ জুন কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত ভিডিওর মিল লক্ষ্য করা যায়। সেখানে উল্লেখ করা হয়, সেদিন রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির অভিযোগে এক চিকিৎসককে গণপিটুনির পর জুতার মালা পরিয়ে বাজার প্রদক্ষিণ করান স্থানীয়রা।

অভিযুক্ত ব্যক্তির নাম আহম্মদ আলী।

বিডিনিউজ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, আহম্মদ আলী নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কমিউনিটি মেডিক্যাল অফিসার।

উল্লিখিত প্রতিবেদনগুলোতে দেওয়া তথ্য অনুযায়ী আলোচিত ব্যক্তি শিক্ষক নন এবং তিনি হিন্দু ধর্মাবলম্বীও নন। বরং, তার নামের বানান অনুযায়ী এটা নিশ্চিত যে তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী।

সুতরাং, হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার অভিযোগে আহম্মদ আলী নামের এক মুসলিম ধর্মাবলম্বী অবসরপ্রাপ্ত কমিউনিটি মেডিক্যাল অফিসারকে জুতার মালা পরানোর ভিডিওকে বাংলাদেশে এক হিন্দু শিক্ষককে চরমপন্থীদের দ্বারা লাঞ্ছনার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।