নাজমুল হক মুন্না :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ২১নভেম্বর সকাল ১১টার সময় সশস্ত্র বাহিনী দিবস ও মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম,এ জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।উপজেলা ইচলাদী বাসস্ট্যান্ডে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কার্যালয়ে সংগঠনের সভাপতি ল্যাঃ কর্পোরাল, মোঃ জসিম উদ্দিন বেপারী ( অবঃ) এর সভাপতিত্বের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোঃ আয়নাল হক ( অবঃ), বীর মুক্তিযোদ্ধা ল্যাঃ কর্পোরাল (অবঃ) মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোঃ আঃরব ফকির।এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ মনিরুজ্জামান খোকন। এ সময় বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজর এম, এ জলিল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ৯ নং সেক্টর কমান্ডার থাকাকালীন তার সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ আলোচনা করেন বক্তারা।অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে যে সকল সশস্ত্র বাহিনীর সদস্য শহীদ হয়েছেন ও ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম,এ জলিল সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং অবসরপ্রাপ্ত জীবিত সশস্ত্র বাহিনীর সদস্যদের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউসুফ শিকদার।