ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পরী*ক্ষা*র হলে মোবাইল দেখে লিখেছিলেন এইচএসসি প*রী*ক্ষা*র্থী, অতঃপর…

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৩০, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে নকলের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে একজন মোবাইল ফোন থেকে দেখে পরীক্ষাকেন্দ্রে নকল করছিলেন, অপরজনের কাছে পাওয়া গেছে হাতে লেখা নকল।

রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় এই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে একজন হাটহাজারীর নাজিরহাট কলেজ কেন্দ্রের এবং অপরজন মিরসরাইয়ের জোরারগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাজিরহাট কলেজের শিক্ষার্থী মোবাইল ফোনে সংরক্ষিত উত্তর দেখে নকল করছিলেন। তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করে মোবাইল ফোনটি জব্দ করা হয়। অন্যদিকে, জোরারগঞ্জ কেন্দ্রের শিক্ষার্থী পরীক্ষার হলে হাতে লেখা নকল নিয়ে প্রবেশ করেছিলেন। তাকেও বহিষ্কার করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘পরীক্ষার হলে নকল করার দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একজনের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।’
চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রের ওই পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৮ হাজার ৩৭৮ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৩৫ জন। চট্টগ্রাম জেলা ছাড়া কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় এদিন কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।