
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের উজিরপুরে সেচ সুবিধা দিতে কৃষকদের মাঝে সেচ যন্ত্র ও ফিতা পাইপ বিতরণ করা হয়েছে। ৩০ জুন বিকেল ৪ টায় উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে উজিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ওই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা, উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন তুহিন, জাকির হোসেন, মোঃ শাহ আলম খান, মোঃ গোলাম মোস্তফা, মোঃ তৌফিকুল ইসলাম, মোঃ জামশেদুল আলম, মোসাঃ রোজিনা আক্তার, শাহরিয়ার সোহেল, শরিফ মোহাম্মদ রেজাউল হাসান, রাসেল হাওলাদার, ইসরাত জাহান কলি প্রমুখ ।
উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস জানান ২০২৪- ২৫ অর্থ বছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উজিরপুর উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌরসভার ১২ জন কৃষকের মাঝে আধুনিক উন্নতমানের ১২ টি সেচ পাম্প বিতরণ করা হয়েছে,
শুষ্ক মৌসুমে পানি সংকটে বিভিন্ন ফসলের সেচ দিতে না পারার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হয় এই সেচ পাম্পে থাকলে কৃষক সহজেই কম খরচে সেচ সুবিধা গ্রহণ করে উপকৃত হতে পারবে।