ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএমপির আ*ন্তঃবিভাগ ফুটবল টু*র্না*মে*ন্ট ২০২৫-এর উ*দ্বো*ধ*ন করলেন পুলিশ কমিশনার

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৩০, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আয়োজনে রুপাতলিস্থ পুলিশ লাইন্স মাঠে আজ বিকেলে “আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিএমপি’র মাননীয় পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং পুলিশ সদস্যদের মধ্যে শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে এর ভূমিকার কথা বলেন।

বিএমপি কমিশনারের দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় আয়োজিত এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে অংশ নেয় গ্রুপ ‘এ’ এর দুটি দল—বিএমপি হেডকোয়ার্টার্স বনাম ডিবি ও সিটিএসবি। খেলাটি ছিল প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/উত্তর/ডিবি) সুশান্ত সরকার, পিপিএম

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সাপ্লাই/সিএসবি) মোঃ শরফুদ্দীন

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ ইমদাদ হুসাইন

এছাড়াও উপস্থিত ছিলেন বিএমপি’র বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উভয় দলের খেলোয়াড়গণ এবং মাঠে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা।

বিএমপি’র পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট পুলিশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা এবং মনোবল বৃদ্ধির পাশাপাশি সুস্থ দেহে সুস্থ মন গঠনে সহায়ক ভূমিকা রাখবে।