ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শেবাচিম হাসপাতাল: মেডিসিন ওয়ার্ডে হাজার রোগীর হাঁ*স*ফাঁ*স

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা মেডিসিন ওয়ার্ডে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ও শৌচাগার। বিভিন্ন কক্ষ থাকে অন্ধকার। এমন পরিবেশে দৈনিক চিকিৎসা নেন হাজারখানেক রোগী। যাঁদের একাংশের ঠাঁই হয় মেঝেতে। এমনকি চিকিৎসকদেরও এই ভবনে সেবা দিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে ও মেডিসিন ওয়ার্ড স্থানান্তরের দাবিতে গতকাল সোমবার রোগী ও স্বজনেরা মানববন্ধন করেছেন। সচেতন বরিশালবাসীর ব্যানারে হাসপাতালের সামনের সড়কে এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, মেডিসিন ওয়ার্ড এখন রোগ তৈরির কারখানায় পরিণত হয়েছে। গুদামের মতো বদ্ধ কক্ষে চিকিৎসার নামে চলছে একরকম তামাশা।

শুধু যে রোগীরাই এর শিকার হচ্ছেন এমনটি নয়, দায়িত্বতর চিকিৎসকেরাও পরিণত হচ্ছেন রোগীতে। আগে গাদাগাদি পরিবেশ হলেও ভালো ছিল মূল ভবনের মেডিসিন ইউনিট। যেখানে বিদ্যুৎ চলে গেলেও আলো-বাতাস চলাচল করত। তাই মেডিসিন ইউনিট সেই পুরোনো ভবনে স্থানান্তর করা হোক। অন্যথায় বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার ঢেউ কেটে গেলে ২০২৩ সালে নতুন মডেলাইজেশন ভবনে স্থানান্তর করা হয় মেডিসিন ওয়ার্ড।

কিন্তু এ ভবনটি মূলত করা হয়েছিল ওটি কমপ্লেক্সের জন্য। যেখানে হওয়ার কথা ছিল বিভিন্ন ইউনিটের ওটি ও প্রশাসনিক কার্যালয়। কিন্তু তৎকালীন হাসপাতাল প্রশাসন মেডিসিন ওয়ার্ডকে পুরোনো ভবন থেকে সরিয়ে সেখানে স্থানান্তর করে। সরেজমিনে দেখা গেছে, মেডিসিন ওয়ার্ডের ছোট ছোট কক্ষে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী। বারান্দার মেঝেতেও শুয়ে রয়েছেন অনেকে। নেই পর্যাপ্ত শৌচাগার।

মাথার ওপর অল্প গতিতে ঘুরছে ফ্যান। নষ্ট হয়ে আছে এসিগুলো। দেখলে মনে হয় যেন গুদামঘর। ভবনের মাঝের অংশের কক্ষগুলোতে নেই আলো-বাতাস ঢোকার পথ। অনেক পানির কল নষ্ট থাকায় শৌচাগার উপচে তা কক্ষে ঢুকছে। হাসপাতালের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পুরোনো ভবনে মেডিসিন ওয়ার্ডে রোগী হতো ৬০০।

এখন নতুন ভবনে ৮০০ থেকে ১০০০ জন হয়। আগে ইউনিট ছিল পাঁচটি। এখন ১০টিতেও ধরে না। এটি মূলত মডেলাইজেশন ভবন। এখানে মাত্র চারটি ওয়ার্ড, ওটি এবং প্রশাসনিক কার্যালয় থাকার কথা। সে জায়গায় এখন গাদাগাদি করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। এর একমাত্র সমাধান নতুন ভবন স্থাপন। এ ব্যাপারে কথা হলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনির বলেন, সচেতন বরিশালবাসীর ব্যানারে মেডিসিন ওয়ার্ড স্থানান্তরের যে দাবি উঠেছে, এর যৌক্তিকতা রয়েছে।

সেখানে কিছু সমস্যা আছে। তিনি অনেকটা সংস্কারও করেছেন। মেডিসিন ওয়ার্ড পুরোনো ভবনে ফের স্থানান্তর হলে খারাপ হয় না। তবে সমস্যা সমাধানে সবাই মিলে বসে উদ্যোগ নিতে হবে। হাসপাতালের পরিচালনা পর্ষদ এবং একাডেমিক কাউন্সিলের সভা ডেকে শিগগিরই মতামত নেওয়া হবে বলে জানান তিনি।