ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫

উজিরপুর মডেল থানা পুলিশের জনবল সংক*ট, বেড়েই চলছে অ*প*রা*ধ প্র*বনতা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার উজিরপুর মডেল থানা পুলিশের জনবল সংকটের কারনে ব‍্যহত সেবা কার্যক্রম। বাড়ছে অপরাধ প্রবনতা অপরাধীদের দৌরাত্ম্য। প্রায় ২৫০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বৃটিশ শাসনামলে ১৮৮২ সালে উজিরপুর থানার কার্যক্রম শুরু হলেও আশানুরুপ উন্নয়ন ঘটেনি।

উজিরপুরের ভৌগোলিক দিক দিয়ে উত্তরে পাশ্ববর্তী গৌরনদী, আগৈলঝাড়া উপজেলা, পূর্বে বাবুগঞ্জ ও নবগঠিত বিমানবন্দর থানা, দক্ষিনে ঝালকাঠি জেলা, দক্ষিন পশ্চিমে বানারীপাড়া ও পিরোজপুরের নাজিরপুর, পশ্চিমে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সিমান্ত দ্বারা বেষ্টিত,
১১ কিলোমিটার জাতীয় ঢাকা-বরিশাল মহাসড়ক, উপজেলার মধ্যে দিয়ে প্রায় ৫০ কিলোমিটার সুগন্ধা, সন্ধ্যা,কালিজিরা ও কচা নদী প্রবাহিত হয়েছে। ২ লক্ষ পঞ্চাশ হাজার জনসংখ্যার বিপরীতে রয়েছে ১৮০ টি প্রাথমিক বিদ্যালয়,৫০ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩ টি কলেজ, ২৩ টি মাদ্রাসা, হাট বাজার, ছোট ছোট শিল্প কারখানা, উপজেলার ৩টি ইউনিয়ন সাতলা, হারতা, জল্লা বছরের বেশিরভাগ সময় পানিতে নিমজ্জিত থাকার ফলে জন্ম নেয়া দৃষ্টিনন্দন লাল শাপলাকে কেন্দ্র করে পর্যটকদের আনাগোনায় মুখর থাকে শাপলার স্বর্গরাজ্য। দেশের বৃহৎ দৃষ্টিনন্দন গুঠিয়া বায়তুল আমান ঈদগা মসজিদ কমপ্লেক্স দেখতে বছরের পুরো সময় দর্শনার্থীরা ভিড় জমায় বিশেষ করে ঈদ উদযাপনে পর্যটকদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। এছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ইচলাদি টোলপ্লাজা থেকে বামরাইল পর্যন্ত ব‍্যস্ততম এলাকায় দূর্ঘটনা যানজট নিরসনসহ বিভিন্ন কারনে উজিরপুর পুলিশকে থাকতে হয় তটস্থ। এসব কিছু নির্বিঘ্নে সামলানোর জন‍্য উজিরপুর পুলিশের প্রয়োজন জনবল ও অধিক যানবাহন।
সুত্রে জানা যায় উজিরপুর পুলিশের জনবল সংকটের কারনে সৃষ্ট সমস্যাগুলো হলো থানার দৈনন্দিন কার্যক্রম ব‍্যহত হওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে না পারা, মামলার তদন্তের বিলম্ব হওয়া, পুলিশের নিয়মিত টহল কার্যক্রম কমে যাওয়া।

এসব কারনে উজিরপুরে মাথাচারা দিয়ে উঠেছে সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ দখলবাজ, চোর, ডাকাত কিশোর গ‍্যাং, মাদক কারবারিসহ অপরাধীদের দৌরাত্ম্য। উজিরপুরের চারদিকে জেলা উপজেলার সিমান্তবর্তী হবার কারনে অপরাধীরা অপরাধ সংঘটিত করে নিশ্চিন্তে পার পেয়ে যাচ্ছে ফলে দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।

এছাড়াও বৃটিশ আমলে উজিরপুর থানা কার্যক্রম শুরু হলেও দৃশ্যমান তেমন কোন উন্নয়ন ঘটেনি, তাই প্রয়োজনীয় জনবল বৃদ্ধি ও যোগাযোগের জন‍্য যানবাহন সংযোজ, থানা ভবনকে আধুনিকায়নসহ সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করে ব‍্যবস্থা গ্রহনের জন‍্য পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষকের সুদৃষ্ট কামনা করেছেন সচেতন মহল।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম পুলিশের প্রয়োজনীয় লোকবল সংকটে সেবা ব‍্যহত হবার বিষয়টি স্বীকার করে বলেন- সাধ‍্যমত চেষ্টা অব‍্যহত রাখার অঙ্গীকার করেন।

বরিশাল জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন উজিরপুর মডেল থানায় অপ্রতুল জনবল ও যানবাহন সংকট অন‍্যান‍্য বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহন ও সেবার মান উন্নয়ন করার আশ্বাস প্রদান করেন।