ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগ*ঞ্জে পরী*ক্ষা কে*ন্দ্রে অসৎ প*ন্থা অব*ল*ম্ব*ন করায় এইচএসসি পরী*ক্ষা*র্থী বহি*ষ্কা*র।

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জ প্রতিনিধি :: বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে সৈয়দ আফছার আলী ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার।

জানা গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষা মহেশপুর হাইস্কুলে অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩২৪ জন, উপস্হিত ছিলেন ৩১৮জন, অনুপস্থিত ছিলেন০৬ জন। পরীক্ষা চলাকালীন সময়ে মোঃ অন্তু পিতা,মোশারেফ হোসেন নামে এক শিক্ষার্থী অসৎ পন্হা অবলম্বন করায় তাকে বহিষ্কার করা হয়। দায়িত্ব রত কেন্দ্র সচিবের  কাছে জানতে চাইলে তিনি জানান অন্তু নামে পরীক্ষার্থীর সাথে পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন পাওয়ায় দায়িত্ব রত ম্যাজিস্ট্রেট তাকে বহিষ্কার করেন। এছাড়াও বাকেরগঞ্জে ১৩ টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এর ভিতরে বাকেরগঞ্জ সরকারি কলেজ,ও রত্না আমিন মহিলা কলেজে কঠোর নিরাপত্তায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাকী অন্য যেসব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে টুকটাক সমস্যা লেগেই আছে। একজন অভিভাবক নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান বাকেরগঞ্জে বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে যে রকম পরীক্ষা হয় তা বাংলাদেশর অন্য কোথাও হয় কিনা তার জানা নেই। তিনি বলেন পরীক্ষার হলে মোবাইল ফোন, বই, নকল সহ সবকিছু চলে। দায়িত্ব রত অফিসার লাইব্রেরীতে বসে থাকে, শিক্ষকদের সহায়তায় ছাত্ররা অসৎ পন্হা অবলম্বন করে।অন্যদিকে কাকরধা হেলাল উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রের পরীক্ষা কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে চলাকালীন সময়ে বাহিরে প্রশ্ন পত্র আউট হয়েছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। সুশীল সমাজের ব্যক্তিবর্গের দাবী, সৈয়দ আফসার আলী ডিগ্রী কলেজ,বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,কাকরধা হাইস্কুল কেন্দ্রে যে পরীক্ষা হয় তাতে বাকেরগঞ্জে শিক্ষা ব্যবস্হা ধ্বংস হতে সময় বেশি লাগবে না।  সুশীল সমাজের ব্যক্তিবর্গ জানায় প্রশাসনের দায়িত্ব রত উর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট কেন্দ্র গুলোতো কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু নকল মুক্ত পরীক্ষা নেওয়ার ব্যবস্হা নেন।

এবং বাকেরগঞ্জে সকল পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুও সুন্দর ভাবে নকল মুক্ত পরীক্ষা নেওয়ার জোর দাবি রাখেন।