ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫

সিলেট-ঢাকা মহাসড়কে ট্রা*ক-মাই*ক্রো*বাস সংঘ*র্ষে নারীসহ নি*হ*ত ২

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক নারী যাত্রী ও চালকের। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ থানার মডেল বাজার এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন- পাবনার বাসিন্দা আনোয়ারা বেগম এবং সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা ও মাইক্রোবাসচালক নাঈম আহমদ জয় (২৭)।নাঈম সিলেট মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির একজন সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় বাসা পরিবর্তনের উদ্দেশ্যে আনোয়ারা বেগম তার পরিবারসহ সিলেট থেকে রওনা দেন। পথিমধ্যে মডেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক জয় ও যাত্রী আনোয়ারা বেগম। আহত চারজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মাইক্রোবাসে মোট ছয়জন ছিলেন। দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে।