
নিউজ ডেস্ক :: অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না ১২ বছর বয়সী হৃদরোগে আক্রান্ত শিশু সামিয়ার। র্দীঘদিন চিকিৎসা করিয়ে এখন অনেকটাই নিঃস্ব সামিয়ার বাবা শামিম হোসেন। তাই সমাজের বৃত্তবানদের কাছে অনেকটাই নিরুপায় হয়ে মেয়ের জীবন বাঁচাতে আর্থিক সহায়তা চেয়েছেন সামিয়ার বাবা-মা।
শামীম-রিমা দম্পতির চার সন্তানের মধ্যে সামিয়া দ্বিতীয়। গাজীপুরের কাশিমপুরে ভালোই চলছিল তাদের সংসার। বর্তমানে মেয়ের চিকিৎসার জন্য আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় বুড়ির বাজার মহল্লায় বসবাস করছেন তারা। সামিয়ার বাবা শামীম হোসেন পেশায় একজন পোশাক শ্রমিক।
শামীম হোসেন বলেন, আমাদের দুই মেয়ে ও দুই ছেলেসহ ছয়জনের সংসার। তার মধ্যে ভাই-বোনদের মধ্যে সামিয়া দ্বিতীয়। সামিয়া জন্মগতভাবেই হার্টের রোগে আক্রান্ত। তার চিকিৎসা করানো হচ্ছে। কিন্তু আমাদের যে সামর্থ্য ছিল তাই দিয়ে চিকিৎসা করিয়েছি। ২০১৯ সালে ডাক্তার অপারেশন করতে বলেছে। কিন্তু টাকার অভাবে অপারেশন করতে পারিনি। এখন দিন দিন শারীরিক অবস্থা খারাপ দিকে যাচ্ছে বলে জানান তিনি।
সামিয়ার মা রিমা কান্না করে বলেন, আমার মেয়েকে বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু আমাদের সামর্থ্য নেই। দিন দিন আমার মেয়ের শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তার এই অসুস্থতা দেখে আমার সহ্য হয় না। ডাক্তার অপারেশন করতে বলেছে। সেখানে চার লাখ টাকা লাগবে। আমরা গরিব মানুষ, কোথায় পাব এত টাকা? টাকার অভাবে এখন চিকিৎসা থেমে আছে। আমি আমার মেয়েকে বাঁচাতে চাই।