
নিউজ ডেস্ক :: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সদ্য ঘোষিত কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির দুই নেতাকে আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, দলের আনুগত্য না মানা, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা এবং চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মক জখম করা এবং সেইসঙ্গে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে সদ্য ঘোষিত চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিনকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ভিত্তিহীন। এর সঙ্গে আমাদের কেউ জড়িত না। তদন্ত না করে জেলা কমিটির এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সাংগঠনিক প্রক্রিয়ায় কমিটি দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটিতে সবাইকে জায়গা দেওয়ার সুযোগ নেই। পরবর্তীতে গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠন হবে, সেখান অনেকে জায়গা পাবেন। এরমধ্যে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এর চেয়েও কঠোর সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) আব্দুল বারী সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।