নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল রবিউলের মরদেহ।
বরিশাল বিভাগের ঝালকাঠির রাজাপুরে ঘরের আড়ার সঙ্গে রবিউল ইসলাম হাওলাদার (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার আলগী সত্যনগর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রবিউল ইসলাম ওই এলাকার হারুন হাওলাদারের ছেলে ।তিনি একজন ইজিবাইক চালক।
বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তার বসতঘরের একটি রুমের মধ্যে আড়ার সঙ্গে রশি দিয়ে রবিউল আত্মহত্যা করেন। কি কারণে তিনি আত্মহত্যা করেছে সেটা বলা যাচ্ছে না। তবে তার স্ত্রী বিকেলে তার শ্বশুর বাড়িতে চলে যায় হয়তোবা তার সাথে কোন কলহ থাকতে পারে।
রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’