ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলীতে নববধূর ঝুল*ন্ত ম*র*দে*হ উ*দ্ধা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৯, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল (মঙ্গলবার) রাত ১১টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর মালেক মাঝির কলোনির একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তার নাম ফাহিমা বেগম৷ তিনি নোয়াখালীর সল্যাঘটিয়া এলাকার আবু তাহেরের মেয়ে এবং কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের স্ত্রী।
পুলিশ বলছে, সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলছিল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ, সংগ্রহ করে আলামত। মরদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছি আমরা।