নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হলে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না : চরমোনাই পীর
জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হলে ইসলামী আন্দোলন তাতে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বৃহস্পতবিার (২৩ নভেম্বর) বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফের মাহফিলের দ্বিতীয় দিনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে তিনি একথা বলেন।
রেজাউল করীম বলেন, “২০১৪-১৮ সালে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি। দলীয় সরকারের অধীনে এই নির্বাচনও সুষ্ঠু হবে না। তাই আমাদের দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
একইসঙ্গে চরমোনাই পীর দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না।”
সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমাদের এখন প্রথম কাজ হল এই অবৈধ সরকারের পতন ঘটানোর আন্দোলনকে ত্বরান্বিত করা। একইসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু নির্বাচনমুখী দল সেহেতু আমাদের নির্বাচনের প্রস্তুতিও রাখতে হবে। যদি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় তবে আমিরের নির্দেশ অনুযায়ী নির্বাচনে ঝাপিয়ে পড়ে হাতপাখাকে বিজয়ী করতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম তিলপাপাড়া-ঢাকার মুহাতামীম মাওলানা ইউনুছ ঢালী, দলের সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, মাওলানা মকবুল হোসেন, যুবনেতা প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুফতি রেজাউল করীম আবরার, দলের যুক্তরাষ্ট্র শাখা সভাপতি মাওলানা বজলুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা নূরুল ইসলাম আল-আমীন।