
নিউজ ডেস্ক :: বরিশালের বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বিল্পব নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাস্টার আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন, সাংগাঠনিক সম্পাদক মোঃ সোহেল পৌর শাখার সভাপতি মোঃ জালিস মাহমুদ মৃধা, উপজেলা শ্রমিক আন্দোলন সভাপতি মোঃ জালাল উদ্দীন, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।