ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মোহাম্মদপুরে ‘আয়েশা বা*হি*নী’র প্রধানসহ গ্রে*প্তা*র ২

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ঢাকার মোহাম্মদপুরে অস্ত্রসহ আয়েশা বাহিনীর প্রধানসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রাতে অভিযান চালিয়ে আয়েশা বাহিনীর প্রধান আরশাদ ওরফে আয়েশা ও ইউসুফকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৪ জুলাই) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-২ এর অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত ‘কব্জিকাটা গ্রুপ’ এর সহযোগী সন্ত্রাসী ‘আয়েশা গ্রুপ’ এর প্রধান চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা (৩৫) ও তার সহযোগী ইউসুফকে (৪০) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, ইতোমধ্যে রাজধানীর আদাবর এলাকায় মো. আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা ও তার সহযোগীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে, গত ২৯/০৬/২০২৫ ইং তারিখে আদাবর থানা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী রাজুকে (২৫) আয়েশা ও তার সহযোগীরাসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এরই প্রেক্ষিতে, গত ৩০/০৬/২০২৫ তারিখ আদাবর থানায় আয়েশা ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।
র‌্যাব আরও জানায়, উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-২ তাকে গ্রেপ্তারের উদ্দ্যোগ নেয়। গতকাল ১৩ জুলাই ২০২৫ ইং তারিখ আয়েশা ও তার সহযোগী ইউসুফকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও আয়েশার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ ০৭টি মামলা রয়েছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।