ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৮, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জ, (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে মো. জাকির মীরা (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টায় উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকির মীরা একই উপজেলার কলসকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত কাসেম মীরার ছেলে।

নিহতের সহকর্মী পলাশ দাস জানায়, দীর্ঘদিন ধরে গাছ কাটার শ্রমিক হিসাবে কাজ করছেন জাকির। শুক্রবার সকালে তারা বেবাজ গ্রামে কালাম খানের বাড়ীতে গাছ কাটতে যান।

জাকির মীরা একটি রেইন্ট্রী গাছে ডাল কাটতে উঠতেছিলেন। এ সময় তিনি পা ফসকে গাছ থেকে নিচে থাকা আরেকটি গাছের উপর পরে যায়। এতে তার মাথা ও নাকমুখ ফেটে রক্ত বের হয়ে যায়। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুরেজীত বড়ুয়া বলেন, ‘গাছ থেকে পড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নিয়ে এসেছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে লাশ পোস্টমর্টেম শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।