ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে মাটি কাটার অ*প*রা*ধে ৩টি ইটভাটায় ২ লাখ টাকা জ*রি*মা*না

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৮, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ফসলি জমি ও নদীতীরের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে তিনটি ইটভাটাকে ২ (দুই) লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ। অভিযানে সনি ব্রিকসকে ১ লাখ টাকা, এবং রাখি ব্রিকস ও ইসলাম ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহায়তা করেন এয়ারপোর্ট থানা ও বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, “নদী ও ফসলি জমির মাটি কেটে পরিবেশ ও কৃষির ক্ষতি করা হচ্ছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”