ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

৮ দ ফা দা*বিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনি*র্দি*ষ্ট*কালের জন্য শা*ট*ডা*উ*ন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২০, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: শিক্ষক সংকট নিরসনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

রোববার (২০ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে শাটডাউন ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো প্রতিষ্ঠাকাল থেকেই নানাবিধ বৈষম্যের শিকার। তীব্র শিক্ষক সংকট, নূন্যতম ল্যাব ফ্যাসিলিটি না থাকাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে ৮ টি দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:-

১. শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান করতে হবে।

২. ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত লোকবল নিয়োগ দিতে হবে।

৩. ক্যাম্পাসে বরাদ্দ বাড়াতে হবে।

৪. ৩ মাসের মধ্যে মার্কশীটসহ রেজাল্ট প্রদান করতে হবে।

৫. সেমিস্টার ও রিটেক ফি কমাতে হবে।

৬. শতভাগ আবাসন ব্যবস্থা প্রদান করতে হবে।

৭. ৬ মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করতে হবে।

৮. ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করতে হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচী চলবে।’

এ বিষয়ে বরিশাল সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আবদুল কাদের বেপারী, এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। যে সকল যৌক্তিক দাবি রয়েছে তা অবশ্যই মেনে নেয়া হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।