ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩

উজিরপুরে মেয় জামাইয়ের ঋণ শোধ করতে না পেরে, শশুরের আত্মহত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৬, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নাজমুল হক মুন্না ::  বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের মধ্য ধামুরা গ্রামে জামাইয়ের ঋণ শোধ করতে না পেরে শ্বশুরের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তহিদুজ্জামান সোহাগ জানান, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের সুলতান হাওলাদারের পুত্র লিটন হাওলাদার (৪৫) মধ্য ধামুরা বাজারে ভাড়া বাসায় কীটনাশক পান করেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত্যু ঘোষণা করেন। লিটনের স্ত্রী খুকু জানান, তার স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি, মেয়ে জামাতা সহ আত্মীয়-স্বজনের কাছে বেশ কিছু নগদ ঋণ ছিলেন তিনি। সময় মত ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তার জামাতা পুলিশের কাছে অভিযোগ করেন এবং টাকা দেওয়ার বিষয় সমঝোতা হলে শশুর লিটন বাসায় এসে ক্ষোভে মাছ মারার ঔষধ (কীটনাশক) পান করে আত্মহত্যা করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমেদ জানান,আত্মহত্যার একটি ঘটনা ঘটেছে,যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।