ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল টেক্সটাইল কলেজে তা লা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা ব*ন্ধ করে দিল শিক্ষার্থীরা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৪, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ৭ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো চলছে শাটডাউন ও বিক্ষোভ। বৃহস্পতিবার (২৪ ‍জুলাই) কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কুশপুত্তলিকা দাহ করে প্রতীকী প্রতিবাদ জানান।

তারা বলেন, দীর্ঘ ১৯ বছর ধরে শিক্ষক সংকট, অবকাঠামোগত দুরবস্থা ও একাডেমিক বিশৃঙ্খলার শিকার তারা। বারবার আশ্বাস পেলেও বাস্তবে কোনো সমাধান মেলেনি।

শিক্ষার্থীরা বলেন, শুধু প্রতিশ্রুতি শুনে শুনে ক্লান্ত আমরা। এবার চাই বাস্তব বাস্তবায়ন। প্রয়োজনে বস্ত্র অধিদপ্তর ঘেরাও করবো।

গত ২২ জুলাই বুটেক্স, বস্ত্র অধিদপ্তর ও অধিভুক্ত কলেজের ত্রিপক্ষীয় সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলেও তার বাস্তবায়নে চলছে চরম গড়িমসি বলে অভিযোগ শিক্ষার্থীদের। শুধু বরিশাল নয়, আন্দোলন ছড়িয়ে পড়েছে আরও আটটি বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল কলেজে।

শিক্ষার্থীদের সাত দফা দাবি:

১. পর্যাপ্ত শিক্ষক নিয়োগ
২. ল্যাব উন্নয়ন ও জনবল নিয়োগ
৩. সংশোধিত নিয়োগবিধি পাস
৪. অধিভুক্তি নবায়ন
৫. একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন
৬. বাজেট বরাদ্দ
৭. সাপ্লিমেন্টারি পরীক্ষা ও রি-টেক ফি হ্রাস

কলেজ অধ্যক্ষ মো. আবদুল কাদের বেপারী জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ চলছে।

তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। প্রয়োজনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারিও দিয়েছেন।