ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফ্যানের গতি কমালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে?

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৯, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: গরমকালে ফ্যান ছাড়া ঘরে থাকা দায়! আর তাই অনেকেই ভাবেন, ফ্যানের গতি কমিয়ে দিলে হয়তো বিদ্যুৎ বিলও কমবে। রেগুলেটরের ঘর ৫ থেকে কমিয়ে ৩ বা ২ করলেই বুঝি খরচ কমে যাবে—এমন ধারণা অনেকেরই। কিন্তু আসলেই কী তাই?

চলুন জেনে নিই, ফ্যানের গতি কমানো মানেই কি বিদ্যুৎ খরচ কমানো নাকি এ কেবল আমাদের ধারণা।

ফ্যান কীভাবে কাজ করে?

সাধারণ সিলিং ফ্যান চলে একটি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে। রেগুলেটর ব্যবহার করে আপনি ফ্যানের গতি (Speed) নিয়ন্ত্রণ করেন। রেগুলেটর মূলত ভোল্টেজ কমিয়ে ফ্যানের মোটরের গতি কমায়। তাই গতি কমলে মনে হয় বিদ্যুৎ কম খরচ হচ্ছে; কিন্তু এটা সব সময় সত্যি নয়।
গতি কমালেই বিদ্যুৎ কমে না

মূল বিষয় হলো—সাধারণ রেগুলেটর আসলে বিদ্যুৎ সেভ করে না। শুধু মোটরের গতি কমিয়ে দেয়। তাই আপনি ফ্যান ৭-এ চালান বা ২-এ, বিদ্যুৎ খরচ প্রায় একই রকম থাকে।

রেগুলেটর নিজেও একটু বিদ্যুৎ খরচ করে। তাই গতি কমানো মানেই বিদ্যুৎ কমান—এ ধারণা ভুল।

কীভাবে সত্যি বিদ্যুৎ খরচ কমাবেন?

ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলেই বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এই রেগুলেটরগুলো স্মার্টভাবে কাজ করে এবং ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি বিদ্যুৎও কম খরচ করে।

এর দাম সাধারণ রেগুলেটরের চেয়ে একটু বেশি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল অনেকটাই কমে যাবে। ইলেকট্রনিক রেগুলেটর এখন প্রায় সব ইলেকট্রনিকস দোকানেই পাওয়া যায়।

ফ্যানের গতি কমিয়ে বিদ্যুৎ বাঁচানো যাবে না—এটা জানা থাকলে বিভ্রান্তি কমে। তবে আপনি যদি সত্যিই বিদ্যুৎ বিল কমাতে চান, তাহলে সিলিং ফ্যানের সঙ্গে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করাই হবে সবচেয়ে কার্যকর উপায়।