ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহর জামিন না মঞ্জুর

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৫, ২০২৪ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহর জামিন না মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার বরিশাল আদালতে নিয়মিত মামলায় তাকে হাজির করা হয়। এ সময় তার জামিনের আবেদন করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল আমিন তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতয়ালী মডেল থানার জিআরও এসআই এনামুল হক বলেন, বিএনপির শোক র‌্যালিতে হামলার মামলায় আদালতে হাজির করা হয়েছিল মঈনকে। কিন্তু জামিন না হওয়ায় তাকে ফের করাগারে পাঠানো হয়।

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের করা পৃথক দুই মামলায় মঈন কে আদালতে হাজির করা হয়েছিল। মঈন আব্দুল্লাহ জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর মেজ ছেলে। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তার বড় ভাই সাদিক আব্দুল্লাহ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন।