ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫

পটুয়াখালীতে ডেঙ্গু কেড়ে নিল স্কুলছাত্রীর প্রা*ণ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩০, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয়ত্রী দেবনাথ (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে বরিশাল চৌরাস্তা এলাকায় তার মৃত্যু হয়।

বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক।

জয়ত্রী দেবনাথ পটুয়াখালী শহরের সবুজবাগ প্রথম লেন এলাকার বাসিন্দা ব্যবসায়ী বিপ্লব দেবনাথের মেয়ে। সে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, তিনদিন আগে জ্বরে আক্রান্ত হয় জয়ত্রী। জ্বর না কমায় রোববার রাতে তাকে স্থানীয় জনস্বাস্থ্য সেবা ক্লিনিকে চিকিৎসককে দেখানো হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক হাসপাতাল ভর্তির পরামর্শ দেন। রাতেই জয়ত্রীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ও মঙ্গলবার বিকেল পর্যন্ত তার অবস্থার অবনতি হলে হাসপাতালের পক্ষ থেকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। ঢাকায় নেওয়া পথে তার মৃত্যু হয়।
এদিকে জয়ত্রীর মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক জানান, রোগীকে রোববার রাতে চেম্বারে আনা হলে তার রক্তে প্লাটিলেট মাত্র ২০ হাজার ছিল ও প্রেসারও অনেকটা কমে গিয়েছিল। পরে প্লাটিলেট নেমে ৭ হাজারে পৌঁছায়। ফুসফুসে পানি জমা এবং শ্বাসকষ্টের কারণেই জয়ত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, জয়ত্রীকে যখন ভর্তি করা হয় তখন তার প্রেসার অত্যন্ত নিম্নপর্যায়ে ছিল, যা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তা সত্ত্বেও হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এদিকে শহরের সবুজবাগ এলাকাকে ডেঙ্গুর জন্য ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালের ভর্তি হওয়া অধিকাংশ রোগীই এ এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি মৌসুমে পটুয়াখালীতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ জনে। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২১ জন। জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৮ জন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২৩ জন।