
কাজী তৌহিদুল ইসলাম, বাকেরগঞ্জ :: বরিশাল বাকেরগঞ্জে কাঁচামাল ব্যবসায়ীর নিজগৃহে ঝুলন্ত লাশ দেখা যায়। পারিবারিক কলহে আত্মহত্যা এমনটা ধারনা করছেন প্রতিবেশী লোকজন।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ডিগ্রী কলেজের পশ্চিম পাশে নিজ বাড়িতে জাহিদ (৪০) নামের এক কাঁচামাল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তার নিজ ঘরের তিনতলা ছাদের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ একজন পরিচিত কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। ব্যাবসায়ী জাহিদ সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। সম্প্রতিক সময়ে পারিবারিক কলহে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেই কলহ থেকেই হতাশায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন।