ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বাজার দ খ ল নিয়ে র*ক্ত*ক্ষ*য়ী হা*ম*লা: ইজারাদার খলিলসহ আ*হ*ত অন্তত ১০

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শহরের পোর্ট রোড বাজারে ইজারা নিয়ন্ত্রণ নিয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সিটি কর্পোরেশনের ইজারাদার সোবাহানের নেতৃত্বে ইমন ও মোমোসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি মিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (BIWTA) ইজারাদারের উপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোবাহান গং ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে BIWTA’র ইজারাদার খলিল, লিটন ও মেহেদী গুরুতরভাবে আহত হন। তাদের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

আহতদের মধ্যে খলিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের চারতলায় ভর্তি রয়েছেন। এছাড়া আরও কয়েকজন শ্রমিক আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাজারটি দখলে রাখার চেষ্টা করে আসছিল সিটি কর্পোরেশনের ইজারাদার পক্ষ। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে।