নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা।
ট্রেড লাইসেন্স না থাকা ও ট্রেড লাইসেন্স নবায়ন না করায় নগরীর সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযানে বিসিসির ভেটেনারি সার্জন রবিউল ইসলাম, ট্রেড লাইসেন্স কর্মকর্তা শহিদুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে ইমতিয়াজ মাহমুদ বলেন, নগরীর কাঠপট্টি রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ট্রেড লাইসেন্স না থাকায় ও লাইসেন্স নবায়ন না করার কারণে নিউ সাজ টেইলার্স, মেসার্স সিটি হার্ট টেইলার্স, সুস্মিতা চেইন সেন্টার, টুইন্স বাটারফ্লাই, শ্যামসুন্দর কসমেটিক্স, রাই কিচেন, নক্ষত্র প্যালেস কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অভিযান পরিচালনাকালে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে নতুন ট্রেড লাইসেন্স করা এবং যাদের লাইসেন্স আছে তাদের অবিলম্বে নবায়ন করার জন্য বলা হয়।