ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বিদ্যুৎ*পৃ*ষ্ঠ হয়ে অটো চালকের মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৪, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মোঃ ইমন মৃধা (২৭) নামে অটো চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন মৃধা পার্শ্ববতী আমতলী উপজেলার সেকেন্দারখালী গ্রামের মোঃ মিজান মৃধার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ইমন কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় তার শ্বশুর আবুল হোসেনের বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন। ঘটনাদিন দুপুরে শ্বশুরবাড়ির ঘরে মেলামাইন লাগানোর কাজ চলছিল।

এ সময় অসাবধানতাবশত ইমন বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মালেক মিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছে, আমরা মৃত্যু অবস্থা পেয়েছি।