ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫

ইউটিউব ভিডিও নি*র্মা*তা*দের জন্য দারুণ খবর!

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৫, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বর্তমানে ইউটিউব বিনোদনের জন্য অনেক জনপ্রিয় জায়গা। অনেকেই শখের মতো কিংবা আয়ের জন্য ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও বানান। কিন্তু অনেক সময় ভালো ভিডিও হলেও দর্শক সংখ্যা কম থাকে। এবার ইউটিউব এমন একটা নতুন সুবিধা আনছে, যেটা দিয়ে সহজেই ভিডিওর ভিউ বাড়ানো যাবে।

ম্যাশেবল একটি রিপোর্টে জানিয়েছে, ইউটিউব এখন ‘কনটেন্ট কোলাবরেশন’ নামে একটা নতুন ফিচার চালু করতে যাচ্ছে। এই ফিচারের মাধ্যমে এক ভিডিওতে অন্য ইউটিউবারদের সরাসরি ট্যাগ করা যাবে। এতে দর্শকরা সহজেই ট্যাগ করা ইউটিউবারদের চ্যানেল দেখতে এবং সাবস্ক্রাইব করতে পারবেন।

কিন্তু ট্যাগ করার আগে অবশ্যই ট্যাগকৃত ইউটিউবারের সম্মতি নিতে হবে। অর্থাৎ, আগে তাকে আমন্ত্রণ পাঠাতে হবে, তারপর তিনি অনুমতি দিলে নাম যোগ করা যাবে।

ইউটিউব জানিয়েছে, শুরুতে এই সুবিধা কিছু নির্দিষ্ট ইউটিউবারের জন্য চালু হয়েছে। ভবিষ্যতে সবাই এর সুবিধা পাবেন। এতে ইউটিউবাররা একসঙ্গে ভিডিও বানাতে পারবে এবং তাদের ভিডিওর ভিউ অনেক বাড়বে।
এখন এই ফিচার ব্যবহার করে জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট একটি ভিডিও করেছে, যেখানে তিনি মার্ক রোবার, বেন অ্যাজেলার্ট ও স্টোক টুইনসকে ট্যাগ করেছেন। ভিডিওতে মূল ইউটিউবারের নামের ওপর ক্লিক করলে ট্যাগ করা ইউটিউবারদের নাম ও তাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অপশন দেখা যায়।