ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

“বরিশালে জুলাই গণঅ*ভ্যু*ত্থা*ন দিবস পালিত: পুষ্পস্তবক অ র্প ণ, গ্রাফিতি উদ্বোধন ও শহিদ পরিবার-যো*দ্ধা*দের সংবর্ধনা”

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৫, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আজ ৫ আগস্ট মঙ্গলবার সকাল ৭ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” এর অংশ হিসবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাই শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ, গ্রাফিতি উদ্বোধন, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ সকাল ৭টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাকেরগঞ্জ উপজেলার, চড়াদী ইউনিয়নের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মোঃ শাওন শিকদার এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান। সেখানে শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সকল জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় সিএনবি রোড সংলগ্ন আমতলা মোড়ে অংকিত গ্রাফিতির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছারসহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে সকাল ১০ টায় জেলা প্রশাসক বরিশাল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, উপ পুলিশ কমিশনার ট্রাফিক বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শরফুদ্দিন, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীনসহ জুলাই শহিদ পরিবারের সদস্যরা ও জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন। শুরুতে জুলাই শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করে শহিদের আত্মার মাগফিরাত কামনা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জুলাই যোদ্ধাদের স্মৃতিচার শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে বরিশাল জেলার ৩০ জন জুলাই শহিদের পরিবার ও ৩৮৯ জন জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন অতিথিরা। পরিশেষে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।