
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, ‘আমরা শেখ হাসিনার দোষ দিতে চাই না। তিনি কিছু না কিছু ভালো কাজ করে গেছেন। সে ভালো কাজের মধ্যে একটি হচ্ছে- তিনি রাজাকারের তালিকা করেছিলেন, সে তালিকায় সবচেয়ে বেশি মানুষ ছিল আওয়ামী লীগের। ৭৮ জন ছিল বিএনপি আর অন্যান্য দলের, জামায়াতের ছিল শুধু ৩৭ জন।’
মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা টানেল চত্বরে উপজেলা জামায়েত ইসলামীর বিজয় র্যালি ও সমাবেশে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী আরও বলেন, ‘রাজাকারের তালিকায় জামায়েতের ৩৭ জনের মধ্যে শুধু একজন বেঁচে আছে। তাহলে বোঝা যাচ্ছে যাদের আপনি খেতাব দিয়েছিলেন আজকে ৭১ গিলানো যাবে না।’
তিনি বলেন, ‘আমরা চেয়েছি পদত্যাগ, আপনি করেছেন দেশত্যাগ। পতিত স্বৈরাচারের পক্ষে ফিরা আসা সম্ভব হয় না, এ কথা মনে রাখবেন। তিনি প্রশ্ন করেন, জামায়াতে ইসলামী এত অত্যাচার-নির্যাতনের পরও পালিয়ে যায়নি, দেশের ইসলামী নেতাদের ওপর এত অত্যাচারের পরও পালিয়ে যায়নি, আপনি কেন পালিয়ে গেলেন?’
আনোয়ারার জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুর গণির সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদ নাছির উদ্দিন শাহ্, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ মাঈনুদ্দিন, সাইয়েদ মোহাম্মদ আতিক জামালী, আইডব্লিউএফ আনোয়ারা উপজেলার সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ফারুক, হাফেজ মোহাম্মদ হারুন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, নজরুল করিম, মাওলানা আবদুর রশিদ, মোহাম্মদ আনিসুল ইসলাম প্রমুখ।