ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল কাশিপুরে লিটু হত্যা মামলার আসামি মিল্টন গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৬, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার :: বরিশাল নগরীর কাশিপুর এলাকায় আলোচিত লিটু হত্যা মামলার আসামি মো. রিয়াজ মাহমুদ খান মিল্টন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ আগষ্ট) বেলা সাড়ে তিন টায় মিল্টনকে তার কাউনিয়া বাগান বাড়ির বসতঘর সংলগ্ন এক প্রতিবেশীর ঘর থেকে গ্রেফতার করে বরিশাল এয়ারপোর্ট থানা ও ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির সিকদার ও তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াজ।

গ্রেফতারকৃত মিল্টনএ হত্যা মামলার ৫ নম্বার আসামি। হামলার সময় মিল্টন শুরুতে নিহত লিটুর ডান হাত কেটে বিচ্ছিন্ন করে দেয়। পরে অন্যান্য আসামিরা পিটিয়ে কুপিয়ে জখম করে বলে বাদি এজাহারে উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধায় নগরীর কাশিপুর ইউনিয়নাধীন বিল্ববাড়ি এলাকায় লোমহর্ষক সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটু (৩২) কে ও পিটিয়ে কুপিয়ে জখম করে। শুক্রবার (১ আগষ্ট) বিকেলে বরিশালের এয়ারপোর্ট থানায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত লিটুর বোন ঘটনাস্থলে আহত মোসাঃ মুন্নি (৩৫)। এ হত্যা মামলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদলতের বিচারক মো. সাদিক আহমেদ দায়েরকৃত মামলার ৪৯ নং আসামি রাতুল মোল্লাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। অপর ৪ আসামিকে শুক্রবার (১ আগস্ট) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক নূরুন নাজনীন জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছিলেন। ৪ আসামি হলেন- দায়েরকৃত মামলার ১৬ নং আসামি জলিল হাজারী, ৩১ নং আসামি কামাল হাওলাদার, ৩২ নং আসামি আরিয়ান ইসলাম সোহাগ ও ৩৪ নং আসামি রাজু হাওলাদার।

এ রিপোর্ট লোখা পর্যন্ত মিল্টনকে আদালতে প্ররণের প্রস্তুতি নিচ্ছেন পুলিশ।