
নিউজ ডেস্ক :: বরিশাল জেলার উজিরপুরে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগষ্ট) বেলা ১১ টায় উজিরপুর মাধ্যমিক শিক্ষা অফিসের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ আলী সুজার সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা রিসট সেন্টারের ইনেসপেক্টর আব্দুল গফফার, উজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অশোক রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মহসিন মিঞা লিটন, প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সুমন চৌধুরী।
বিতর্ক প্রতিযোগিতায় উজিরপুর উপজেলার ৬ টি স্কুল ও ২টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন উজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো মনযোগী হওয়ার হওয়ার আহবান জানান এবং বিভিন্ন দিক-নির্দেশনা মূলক আলোচনা করেন।