ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫

মেহেন্দিগঞ্জে দিনদুপুরে বসতবাড়িতে স*ন্ত্রা*সী হা*মলা, আ*ত*ঙ্কে ভু*ক্ত*ভো*গী পরিবার

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৬, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া গ্রামে দিনদুপুরে সন্ত্রাসীদের হামলায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে একটি পরিবার। গতকাল সকাল ১১টা ৩০ মিনিটে আক্তার হোসেনের বসতবাড়িতে পূর্বশত্রুতার জেরে একদল চিহ্নিত সন্ত্রাসী হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আ.লীগ নেতা জাকির হোসেনের ছেলে মাজহারুল ইসলাম টুকু, বজলু আকন, ফজলুর রহমানসহ ১০-১৫ জন সশস্ত্র অবস্থায় বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আক্তার হোসেনের স্ত্রী, ছেলে ও মেয়েদের মারধর করে আহত করে। হামলার পর ভুক্তভোগীরা ভয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে পারেননি। আতঙ্কের কারণে তারা মেহেন্দিগঞ্জ থানায়ও অভিযোগ জানাতে পারেননি।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, হামলার পর উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য সন্ত্রাসীরা থানায় অভিযোগ করেছে। হামলার পর থেকে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করছে তারা। এতে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

এলাকার সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আক্তার হোসেনের পরিবার বরিশাল রেঞ্জ ডিআইজি, বরিশাল পুলিশ সুপার ও মেহেন্দিগঞ্জ থানার ওসির কাছে সংবাদ মাধ্যমে আবেদন জানিয়েছে, যাতে তাদের জীবনের ও সম্পদের আর কোনো ক্ষতি না হয়।

অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।