
নিজস্ব প্রতিবেদক :: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সমিতির হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. শাহাদাৎ হোসেন।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. নাসিমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাড. নুর হোসেন, অ্যাড. হাফিজুর রহমান, অ্যাড. শামীম আলম, অ্যাড. মিজানুর রহমান মুবিন, অ্যাড. আনিসুর রহমান, অ্যাড. ফয়সাল খান প্রমুখ।
আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনা ও আহত যোদ্ধাদের আরোগ্য কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।