ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লাল শাপলার স্ব*র্গ*রা*জ্য সাতলায় সৌন্দর্যবর্ধন ঘাটলা ও বিশ্রামাগার নির্মাণ

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৭, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার লাল শাপলার স্বর্গরাজ্য সাতলায় সৌন্দর্য বর্ধনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার অক্লান্ত পরিশ্রম আর মেধা ও শত প্রচেষ্টায় সাতলা লাল শাপলার বিল পর্যটন কেন্দ্রে পর্যটক ও দর্শনার্থীদের বিলে প্রবেশের ঘাটলা ও রিফ্রেশমেন্ট এর জন্য বিশ্রামাগ্রার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সূত্রে জানা যায় উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী সাতলা লাল শাপলার বিলের সৌন্দর্য অবলিলা উপভোগ করতে প্রতিবছর দেশের বিভিন্ন শহর থেকে লক্ষ লক্ষ লক্ষ দর্শনার্থী ছুটে আসে। তবে উজিরপুর উপজেলার আর কোন এলাকায় কোন পর্যটন কেন্দ্র নেই। একমাত্র সাতলায় লাল শাপলার বিল পর্যটন কেন্দ্রে সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর ভীড় জমায় দর্শনার্থীরা। উজিরপুরবাসীর গৌরব সাতলা লাল শাপলা পর্যটন কেন্দ্র।

এদিকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার প্রচেষ্টায় সাতলা লাল শাপলা পর্যটন কেন্দ্রে উন্নয়ন মূলক কাজ সম্পন্ন হয়েছে। আর নির্বাহী কর্মকর্তার এ মহোতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাতলাবাসী।