ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৮, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরিশাল জেলার উজিরপুরে ‘মাদক ছেড়ে খেলতে চলো, জিয়ার মত দেশ গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যতিক্রমী আয়োজনে শিশু-কিশোর আয়োজিত আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টায় উজিরপুর বি এন খান ডিগ্রী কলেজ মাঠে উপজেলা তরুন সংঘ ও পাঠাগারের আয়োজনে ও উপজেলা জিয়া মঞ্চ দলের পৃষ্ঠপোষকতায় এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি তাওহীদ বিন লাবিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ মনিরুজ্জামান লিখন।

উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিঠু, উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান খান ঝন্টু, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক ইমরান আকন বাবু, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আঃ ছালাম হাওলাদার, উপজেলা শ্রমিক দলের ১নং যুগ্ন আহবায়ক মোঃ খোকন ডাকুয়া,পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম,পৌর জিয়া মঞ্চ দলের আহবায়ক জাকির হোসেন,পৌর ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক তাওহীদুল ইসলাম,৩নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব বাদশা রাড়ী, বিএন খান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া মিজান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এছাড়া শত শত ফুটবল প্রেমীরা খেলা উপভোগ করে এবং করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করে।

এদিকে সাদা দল ৩-২ গোলে নীল দলকে হারিয়ে বিজয় লাভ। বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজাসহ উপস্থিত অতিথিবৃন্দ।