
নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠি পৌরসভাধীন ০৮ নং ওয়ার্ডস্থ পিয়াজপট্টি মোড় খন্দকার ট্রেডার্স নামক দোকানের সম্মুখে পাঁকা রাস্তার উপর । ৭ আগষ্ট বিকাল ১৫.৫০ ঘটিকার সময় এসআই মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে ডিবি ঝালকাঠির একটি দল সোর্স সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ঝালকাঠি পৌরসভাধীন ০৮ নং ওয়ার্ডস্থ পিয়াজপট্টি মোড় খন্দকার ট্রেডার্স নামক দোকানের সম্মুখে পাঁকা রাস্তার উপর দুইজন লোক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার জন্য ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করিতেছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে ৪ টার সময় সঙ্গীয় ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে আসামী ০১। সোমনাথ দাস, পিতা-কার্তিক চন্দ্র দাস, মাতা- ঝর্না রাণী দাস, রসাং আড়তদারপট্টি, (হরিপাশা), ওয়ার্ড নং-০৪, ঝালকাঠি পৌরসভা, ০২। অসীম কুমার দে, পিতা- মৃত কার্তিক দে, মাতা- আলো রাণী দে, সাং-কাশারীপট্টি, ওয়ার্ড নং-০৪, ঝালকাঠি পৌরসভা, উভয় থানা ও জেলা- ঝালকাঠিদ্বয়কে ধৃত করেন। উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামী ১। সোমনাথ দাস (৪২) এর দেহ তল্লাশীর চেষ্টাকালে সে নিজেই তার পরিহিত গ্যাভাডিন প্যান্টের সামনের ডান পকেট হইতে নিল রংয়ের জিপার ব্যাগের মধ্যে রক্ষিত গোলাপী রংয়ের ৬০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বাহির করিয়া দেয় ও অপর ধৃত আসামী ২। অসীম কুমার দে (৪২) এর দেহ তল্লাশীর চেষ্টাকালে আসামী নিজেই তার পরিহিত গ্যাভাডিন প্যান্টের সামনের বাম পকেট হইতে নীল রংয়ের জিপার ব্যাগের মধ্যে রক্ষিত গোলাপী রংয়ের ৪০ (চল্লিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বাহির করিয়া দেয়, তখন উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
মামলা প্রক্রিয়াধীন। মাদক অভিযান অব্যাহত আছে।