ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫

দুমকিতে ছাত্রলীগ সভাপতি গ্রে*ফ*তা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১১, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুমকী উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুমকী থানা পুলিশ ।

মোঃ শফিকুল ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাকে গত ২৭ জুন ২০২৫ ইং তারিখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক মাসুদুর রহমানের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে দুমকি থানার মামলা নং ১০ এ ১৯৭৪ সালের ১৫(৩) ধারায় গ্রেফতার করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, অপারেশন ডেবিলহান্ট অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।