
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৎস্য চাষী সুশেন বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস উপজেলা সদর বাজারে মাছ বিক্রি করে ১৫ জুলাই ভোররাতে বাড়ি ফিরছিলেন।
এসময় গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী (বটতলা) নামক স্থানে গেলে ডিবি পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে জয় বিশ্বাসকে তল্লাশি করে মাছ বিক্রির ২১ হাজার ১ শত টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। তখন তার চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করলে দুইজন টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এসময় এক ছিনতাইকারী ইউনিয়ন যুবলীগ সদস্য সৈদয় আরিফ ওরফে রিপন মীরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এঘটনায় জয় বিশ্বাস বাদী হয়ে ১৬ জুলাই আগৈলঝাড়া থানায় তিনজনকে আসামী করে ছিনতাই মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামী উপজেলার বেলুহার গ্রামের শাহ জালাল ভূঁইয়ার ছেলে আরাফাত ভূঁইয়াকে র্যাবের একটি দল ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর থানার লোহার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১৫ আগস্ট রাতে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানায় সোপর্দ করে।
গ্রেপ্তারকৃত আরাফতের তথ্যমতে আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওই মামলার আরেক আসামী উপজেলার রত্নপুর গ্রামের বাদশা বেপারীর ছেলে শাকিল বেপারীকে গতকাল শনিবার সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুইজনকে গতকাল শনিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ছিনতাই মামলার প্রধান আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যমতে আরেক আসামী শাকিলকে নিজ বাড়ি থেকে সকালে গ্রেপ্তার করে দুইজনকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।