নিউজ ডেস্ক :: ফেনীতে ২টি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে দাঁড়িয়ে থাকা দু’টি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ৮ থেকে ১০ জন পেট্রোল ঢেলে সিএনজি দুইটিতে অগ্নিসংযোগ করে। এ সময় তাদের ইটের আঘাতে ইকবাল হোসেন নামে এক সিএনজি চালক আহত হন।
এর আগে, সেখানে ওই দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে। পরে পুলিশের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, গাড়ি দুইটি দাঁড়িয়ে ছিল। গাড়ির বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।