
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের ঝালকাঠির নলছিটিতে নিখোঁজ ১ দিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় ইমরান সিকদার (২৭) নামের এক কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ৮ টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। নিহত ইমরান সিকদার ওই এলাকার মাওলানা ইউনুস সিকদারের ছেলে।
নিহত ইমরানের বড়ভাই আল আমিন সিকদার বলেন, আমার ভাই মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুজি করে কোথাও পাওয়া যায়নি। সকালে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাই। ইমরানের এক বছর বয়সী একটা ছেলে রয়েছে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।