
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সম্পাদক এস এম আসলামকে গ্রেফতারের প্রতিবাদে কর্মবিরতি পালন।
বাংলাদেশ ট্যাংকলরি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আসলামকে গ্রেফতারের প্রতিবাদে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে বরিশাল জেলার ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
আজ (রবিবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। এ সময়ে জেলায় সব ধরনের ট্যাংকলরির কার্যক্রম বন্ধ থাকায় জ্বালানি তেল পরিবহনে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষের মাঝে সাময়িক ভোগান্তি দেখা দেয়।
শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, এস এম আসলামের নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।