
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নিখোঁজের প্রায় ৬০ ঘণ্টা পরে মিলল ১৫ বছরের এক কিশোরীর মরদেহ।
বরিশাল বিভাগের পটুয়াখালীর বাউফলে নিখোঁজের প্রায় ৬০ ঘণ্টা পরে এক কিশোরীর (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে কনকদিয়া ইউনিয়নের কুম্বখালি-নুরাইনপাশা খালের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিখোঁজ হওয়া ও মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের গোয়েন্দা বিভাগসহ একাধিক ইউনিট কাজ করছে। মৃত কিশোরী উপজেলা সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের নজরুল বয়াতির মেয়ে। তিনি কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে নানা বাড়িতে বসবাস করতেন।
পরিবারের দাবি, তাদের মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার থানায় জানালেও অভিযোগ নেওয়া হয়নি। বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর জানান, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ভুক্তভোগী ও তার বড় বোন বাসার বাইরের টয়লেটের উদ্দ্যেশে যান। বড় বোন টয়লেটের ভেতরে যাওয়ার সময় সামনেই দাঁড়িয়ে থাকে ভুক্তভোগী।
কিন্তু অল্প সময়ের মধ্যে বের হয়ে ভুক্তভোগীকে দেখতে পাওয়া যায় না। পুলিশের তদন্ত কার্যক্রম চলমান আছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে। তিনি বলেন, খুব শিগগিরিই ঘটনার রহস্য উদঘাটন হবে এবং সবকিছু বিস্তারিত জানানো সম্ভব হবে। তবে পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ সত্য নয়।