
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজ আসমা উল হুসনা।
বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আত্মঅনুসন্ধান কার্যক্রম, আলোচনা সভা, ঋণ বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার,সদস্য জামাল হোসেন পুতুল, মোঃ শাহিন হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের এতিমখানার শিক্ষার্থী, বেদেপল্লীর সদস্য এবং স্থানীয় সুধীজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান উপজেলা সমাজসেবা কার্যালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের কার্যক্রপ্রযুক্তি ও মমতায় সমাজসেবা দিবস পালিত বাবুগঞ্জেম তুলে ধরেন পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে তনিকা সরকারকে শ্রেষ্ঠ অফিসকর্মী, সায়েম খানকে শ্রেষ্ঠ ফিল্ডকর্মী এবং এইচ এম রাকিবুল হক পলাশকে শ্রেষ্ঠ অফিসকর্মী হিসেবে পুরস্কৃত করা হয়।
এছাড়া সমাজসেবার অংশ হিসেবে সাতজন নারীকে স্ববালম্বী করতে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহজ শর্তে ঋণ প্রদান করা হয়।


