
জাহিদুল ইসলাম মামুন :: বরিশাল-৬ আসন : মনোনয়ন দৌড়ে এগিয়ে আছি, নজরুল ইসলাম রাজন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে আগেই। ইতোমধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
এরই মধ্যে আলোচনায় আছেন বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রাজন। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি তিনি দলীয় মনোনয়নের আশায় নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি বরিশাল ডায়েরি অনলাইন-এর সাথে দলীয় মনোনয়ন, প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে নজরুল ইসলাম রাজন বলেন:
👉 “বাকেরগঞ্জ উপজেলা বিএনপি এখন আগের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ ও সংগঠিত। আসন্ন নির্বাচনে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবেই মাঠে কাজ করছে।”
রাজনীতি ও আইনপেশা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান,
👉 “রাজনীতি আমার পেশা নয়, আইনজীবী হওয়াই আমার পেশা। তবে রাজনীতি করি মানুষের অধিকার আদায়ের জন্য। পেশাগত জীবন ও রাজনীতি একে অপরের পরিপূরক।”
মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন,
👉 “প্রতিটি মানুষই রাজনীতি করে আশার আলো নিয়ে। আমিও তেমনি মনোনয়ন প্রত্যাশী। ইতোমধ্যে সংগঠন ও নেতাকর্মীদের জন্য অনেক কাজ করেছি। তারা আমাকে উৎসাহিত করছে। আমি বিশ্বাস করি দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে ভালো করব।”
নিজের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী এ বিএনপি নেতা বলেন,
👉 “মনোনয়ন দৌড়ে অন্যদের চেয়ে আমি এগিয়ে আছি। প্রতিদিন শত শত নেতাকর্মীর সাথে যোগাযোগ হচ্ছে, মহল্লায় মহল্লায় সক্রিয়তা বাড়াচ্ছি। দীর্ঘদিন নিষ্ক্রিয়দের সক্রিয় করছি। মাঠে মানুষের সাথে আমার যোগাযোগই আমাকে এগিয়ে রাখছে।”
মনোনয়ন না পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন,
👉 “এটা প্রতিযোগিতার মতো। মনোনয়ন দেওয়া না দেওয়া দলের নীতিনির্ধারকদের বিষয়। যদি আমি না পাই, তবে যাকে দল দেবে তার পক্ষেই কাজ করব। কারণ আমার মূল লক্ষ্য দলের বিজয়।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন,
👉 “মনোনয়ন পেলে নির্বাচনে জয়লাভ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য প্রতিটি কেন্দ্রীভিত্তিক কমিটি গঠন করছি। জনগণের সমর্থন পেতে যা যা করা দরকার, তাই করব।”
জনগণ কেন তাকে ভোট দেবে—এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম রাজন বলেন,
👉 “আমি সবসময় নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছি, আইনী ও সামাজিক সহযোগিতা দিয়েছি। জনগণ আমাকে পরীক্ষা করার সুযোগ ইতিমধ্যেই পেয়েছে। তাই আমি বিশ্বাস করি, তারা আমাকে ভালোভাবেই জানে এবং আস্থাও রাখে।”