ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে হত্যা করে লাশ টয়লেটে লুকিয়ে রাখে স্বামী

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে মোছাম্মৎ আরফি (১৯) নামের এ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে স্বামী মো. রিজুয়ানকে (৩০)।

 

গ্রেপ্তার রিজুয়ান চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোলাম শরীফের ছেলে।

জানা যায়, সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের মেয়ে আরফির সঙ্গে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোলাম শরীফের ছেলে রিজুয়ানের ৮ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর পরিবারের লোকজন আরফিকে নির্যাতন করতো।

 

স্থানীয়দের দাবি, আরফির স্বামী একজন মানসিক ভারসাম্যহীন। বুধবার ভোরে স্ত্রীকে গলাটিপে হত্যা করে মরদেহ বাথরুমে ঢুকিয়ে রাখে। সকালে ঘরের দরজা খুলতে দেরি হওয়ার কারণে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে আরফির মরদেহ বাথরুমে পড়ে রয়েছে।

স্থানীয় শফিকুল ইসলাম জানান, স্বামী রিজুয়ান মানসিকভাবে ভারসাম্যহীন। তার স্ত্রীকে গলাটিপে হত্যা করে বাথরুমে ঢুকিয়ে রাখার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।