
নিজস্ব প্রতিবেদক :: পূর্ণগ্রাস অবস্থায় চাঁদ লালচে হয়ে ওঠে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার পর থেকে দেশের আকাশে দেখা যাচ্ছে এই বিরল রক্তিম আভা।
মহাকাশবিষয়ক ওয়েবসাইট স্পেস ডটকম ও বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে, এ গ্রহণ চলবে প্রায় ৮২ মিনিট, যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম চন্দ্রগ্রহণ।
এর আগে, রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয় অত্যন্ত বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ‘পেনুম্ব্রাল’ বা সূক্ষ্ম ছায়া পর্ব। রাত সাড়ে ১০টা নাগাদ আংশিকভাবে গ্রহণ শুরু হয়।
এই গ্রহণ এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখা যাচ্ছে। এবারের চন্দ্রগ্রহণ দেখতে পাওয়ার কথা বিশ্বের প্রায় ৮৫ ভাগ মানুষের। বাংলাদেশ থেকেও দেখা যাচ্ছে এই মহাজাগতিক ঘটনা। তবে আকাশে যদি মেঘ থাকে, তাহলে গ্রহণ দেখায় বাধা পড়তে পারে।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে তখন, যখন পৃথিবী সরাসরি সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে। ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর গাঢ় ছায়া বা আমব্রায় প্রবেশ করে। শুরুতে ও শেষে চাঁদ হালকা ছায়া বা পেনামব্রায় থাকার কারণে কিছুটা ম্লান দেখা দেয়।