ঢাকাবুধবার , ১৮ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশি

admin
অক্টোবর ১৮, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিন গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক পয়েন্টে ২৫ জন, সাইনবোর্ড পয়েন্টে ৬০, সোনারগাঁওয়ের কাচঁপুর পয়েন্টে ৬০ জন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

সরেজমিন দেখা যায়, সকাল থেকেই চেকপোস্টগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যরা যাত্রী ও চালকদের কাছে তাদের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চান। বাসে যাত্রীদের ব্যাগ, ব্যক্তিগত গাড়িতে তল্লাশি করা হচ্ছে। তবে কোনো পয়েন্টেই তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

ফেরদৌস ইসলাম নামে এক যাত্রী জানান, আমি চিটাগাং রোড থেকে গাড়িতে উঠেছি। মৌচাক আসতেই পুলিশ গাড়ি থামিয়ে আমাকে এবং আমার ব্যাগ তল্লাশি করেছে। তল্লাশি করে পরবর্তীতে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে।