ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ববির ছাত্রী হলে ফার্স্ট এইড সামগ্রী ছাত্রদলের উদ্যোগে বিতরণ

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১৬, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর তাপসী রাবেয়া হল ও সুফিয়া কামাল হলে শিক্ষার্থীদের মধ্যে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মোহাম্মদ সাব্বির হোসেন। প্রাথমিক চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল গ্লাভ্‌স, নাপা, ব্যান্ডেজ, স্যালাইন, জীবাণুনাশক, তুলা ও হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় উপকরণ।

এই উদ্যোগ সম্পর্কে ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির হোসেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে তাপসী রাবেয়া তপসী হল ও বেগম সুফিয়া কামাল হলে এই ছোট্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে তারা জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা পেতে পারে। একই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের পাশে থাকা বা প্রয়োজনের সময় সাহায্য করা ছাত্রদের নৈতিক দায়িত্ব— এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি। আমি আশা করি, ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে পারব।

ববির ছাত্রী হলের একাধিক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে। ছোটোখাটো দুর্ঘটনা বা অসুস্থতার সময় এমন ফার্স্ট এইড বক্স থাকলে অনেক উপকার হবে।”

উল্লেখ্য, ফার্স্ট এইড সামগ্রী হলো- জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ, যা একটি ফার্স্ট এইড বক্সে রাখা হয়। এর মধ্যে প্রধান উপকরণগুলো হলো জীবাণুমুক্ত গজ পিস, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, ব্যথানাশক, এবং প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম।